সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৮ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

হামলার পেছনে সরকারের ভেতরের একটি অংশ: নাহিদ ইসলাম

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫  

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে “দুঃখজনক এবং পরিকল্পিত” বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, সরকারের ভেতরের একটি অংশ এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট।

 

সোমবার (২২ ডিসেম্বর)  সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি বলেন, “আমাদের স্লোগান ব্যবহার করে সেখানে আক্রমণ চালানো হয়েছে এবং এর পক্ষে আগেই সম্মতি তৈরি করা হয়েছিল। সরকারের ভেতরের একটি অংশ এর সাথে জড়িত, এটা খুবই স্পষ্ট।”

 

তিনি আরও বলেন, “ঘটনার রাতে এত বড় হামলা চালানোর সাহস কেউ একা পেতে পারে না, যদি না রাজনৈতিক ব্যাকআপ থাকে। শরিফ ওসমান হাদির দুর্ঘটনার পর বাংলাদেশে কী ঘটানো হবে, সেটা আগে থেকেই পরিকল্পিত ছিল।”

 

সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) প্রতিবাদ সভাটি আয়োজন করে। হামলার প্রতিবাদে পরে সোনারগাঁও হোটেলের পাশে মানববন্ধন করেন সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

 

নাহিদ ইসলাম আরও বলেন, “ঢাকা শহরে ৫০০ মানুষও ছিল না যারা ওই দুই কার্যালয়ের সামনে গিয়ে ব্যারিকেড তৈরি করতে পারত, এটাই আরও ভাবিয়ে তোলে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করার আহ্বান জানান।

 

গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সংগঠিত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটকে সাংবাদিক সমাজ ‘গণমাধ্যমের ওপর সরাসরি হামলা’ ও ‘কালো দিন’ হিসেবে আখ্যায়িত করেছে। একই রাতে ছায়ানট ভবনেও অগ্নিসংযোগ করা হয় এবং পরদিন উদীচী কার্যালয়ে হামলা হয়।

এই বিভাগের আরো খবর