শুক্রবার   ০১ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ১৬ ১৪৩০   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৮

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত 

মাহিদুল ইসলাম ফরহাদ

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

"স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি" এ প্রতিপাদ্য'কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। 

সোমবার (০২ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও গণপূর্ত বিভাগের আয়োজনে দিবসটি'র আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) একেএম গালিভ খাঁন। 

বিশ্ব বসতি দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর সামনে থেকে শুরু হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এম ইফতেখার মাজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি দপ্তর ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই বিভাগের আরো খবর