শনিবার   ০১ নভেম্বর ২০২৫   কার্তিক ১৬ ১৪৩২   ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৫৯৬

মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

 

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করায় ২৪ ঘণ্টার মধ্যে দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে নোটিশ পাঠানো হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ডাকযোগে হাইকোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

গত ১৫ ডিসেম্বর ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এতে খেতাবপ্রাপ্তসহ অনেক মুক্তিযোদ্ধার নাম থাকায় দেশজুড়ে চলছে সমালোচনার ঝড়। হচ্ছে প্রতিবাদও। সমালোচনার মুখে বুধবার তালিকা স্থগিত করা হয়।  এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।

এই ঘটনায় এবার মন্ত্রী ও সচিবকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন আইনজীবী জুনু। তার দেওয়া নোটিশে বলা হয়, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় দেশের সকল মুক্তিযোদ্ধার হৃদয়ে আঘাত হানা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর