ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

পর্দার ‘মৃত্যুর’ পরই বাস্তবে বিদায়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫  

নাটকের চিত্রনাট্যে বিষ পান করে আত্মহত্যার দৃশ্য ধারণ করার মাত্র কয়েকদিন পরই বাস্তবের পৃথিবী থেকে বিদায় নিলেন কন্নড় ও তামিল টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ নন্দিনী সিএম। গত সোমবার বেঙ্গালুরুতে নিজের বাসভবনে ২৬ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। অন-স্ক্রিন মৃত্যুর দৃশ্যের সাথে বাস্তব জীবনের এই মর্মান্তিক মিল নিয়ে বর্তমানে দক্ষিণী বিনোদন পাড়ায় তীব্র শোক ও আলোড়ন সৃষ্টি হয়েছে।

 

 

নন্দিনী বর্তমানে তামিল ধারাবাহিক ‘গৌরী’-তে অভিনয় করছিলেন। নাটকটিতে তিনি ‘কানাকা’ ও ‘দুর্গা’—এই দুই ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন। ঘটনার কয়েকদিন আগে এই ধারাবাহিকের একটি দৃশ্যে তাঁর অভিনীত চরিত্রটিকে বিষ পান করে আত্মহত্যার পথ বেছে নিতে দেখা যায়। শ্যুটিং শেষ করার অল্প সময়ের মধ্যেই বাস্তবেও তিনি একই পথ বেছে নেওয়ায় স্তম্ভিত তাঁর সহকর্মী ও ভক্তরা।

 

প্রাথমিক তদন্ত ও ‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদন অনুযায়ী, নন্দিনীর মৃত্যুর পেছনে বেশ কিছু ব্যক্তিগত কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে  তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁকে বিয়ের জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল, তবে তিনি মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। গত কিছুদিন ধরে তিনি গভীর বিষণ্ণতায় ভুগছিলেন বলেও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। পুলিশ বর্তমানে তদন্ত চালাচ্ছে এবং প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

 

 

নন্দিনীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করতে তামিল ও কন্নড় ইন্ডাস্ট্রির বহু শিল্পী বেঙ্গালুরুতে ছুটে যান। তাঁর দীর্ঘদিনের সহকর্মী স্বেতা সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন:

 

“নন্দিনী... তুমি জীবনে সবচেয়ে কঠিন পথটা বেছে নিলে। শ্যুটিংয়ের ফাঁকে আমাদের হাসি-গল্প, মেকআপ রুমের সেই মুহূর্তগুলো এখন শুধু বেদনাদায়ক স্মৃতি। অন-স্ক্রিনে আমরা ছিলাম সাথ্যা আর দুর্গা, কিন্তু অফ-স্ক্রিনে তোমার সেই মিষ্টি অধিকারবোধটা খুব মিস করব।”

 

মাত্র ২৬ বছর বয়সেই নন্দিনী নিজের মেধা দিয়ে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে:

  • জীবা হুভাগিদে

  • সংঘর্ষ

  • নীনাদে না

  • গৌরী (সবশেষ কাজ)

এই বিভাগের আরো খবর