বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪   আশ্বিন ২৫ ১৪৩১   ০৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৮

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করেছে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩  

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাকে প্রধান করে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করে সম্প্রতি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই করে রিটার্নিং অফিসার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়োগ দেবেন।

ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৯ অনুযায়ী নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য একটি প্যানেল প্রস্তুতের বিধান রয়েছে। এর মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল সংক্রান্ত তথ্য সচিবালয়ে পাঠাতে হয়।

এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা, ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত, পোস্টাল ব্যালটে ভোটদান, নির্বাচনী কর্মকর্তা ও কর্মচারীদের জেলার বাইরে বদলির আদেশ, স্থগিত সম্পর্কিত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।

ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি হওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে হবে। পরিকল্পনামাফিক কার্যক্রম গ্রহণের জন্য এ পরিপত্রে উল্লিখিত কাজগুলো প্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।

নির্বাচনী এলাকা: নির্বাচন কমিশন জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে। গেজেটে উল্লিখিত নির্বাচনী এলাকার ভিত্তিতে ভোটকেন্দ্র নির্মাণ, ভোটার তালিকা উপযোগীকরণ ও অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ভোটকেন্দ্র স্থাপন: গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮ অনুচ্ছেদের বিধান অনুসারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের মাধ্যমে ধার্যকৃত সময়সূচি অনুসারে ভোটকেন্দ্রের স্থান নির্ধারণ করা এবং ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা সরকারি গেজেটে প্রকাশ করার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর অর্পিত। রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের মাধ্যমে চূড়ান্ত তালিকা অনুযায়ী তার নির্বাচনী এলাকার জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোটকেন্দ্রের ব্যবস্থা করবেন।

ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্তকরণ: জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নির্বাচন কমিশন সংরক্ষিত ভোটকেন্দ্রের তালিকা প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তন করে ভোটগ্রহণের ২৫ দিন পূর্বে চূড়ান্ত করে সরকারি গেজেটে প্রকাশ করবেন। নির্বাচন কমিশনকে ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা প্রণয়ন করে প্রাথমিক তালিকা প্রেরণের জন্য নির্বাচন কমিশন সচিবালয় হতে বলা হয়েছে। নীতিমালা অনুসারে জাতীয় সংসদের ৩০০ নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর