রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

হাদি হত্যা: ভারতে ২ সহায়তাকারী গ্রেপ্তার, চার্জশিট আসছে ১০ দিনের

নাজমুল হুদা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫  

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই আসামিকে ভারতে পালাতে সহায়তাকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। আজ রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

 

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পরপরই হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ (ওরফে দাউদ ওরফে রাহুল) এবং মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাদের গ্রেপ্তারে সাভার, হেমায়েতপুর ও নরসিংদীতে অভিযান চললেও আসামিরা কৌশলে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়।

 

তদন্ত অনুযায়ী, খুনিরা আমিনবাজার ও মানিকগঞ্জের কালামপুর হয়ে একটি প্রাইভেটকারে হালুয়াঘাট পৌঁছায়। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল ফিলিপ ও সঞ্জয় নামে দুই ব্যক্তি। তারা খুনিদের সীমান্ত পার করে মেঘালয়ের ‘পুত্তি’ নামে একজনের কাছে হস্তান্তর করে। এরপর পুত্তি ট্যাক্সিচালক ‘সামী’-এর মাধ্যমে তাদের মেঘালয়ের তুরা এলাকায় পৌঁছে দেয়। অনানুষ্ঠানিক চ্যানেলে যোগাযোগ করে মেঘালয় পুলিশ ডিএমপিকে জানিয়েছে যে, তারা পুত্তি ও সামীকে গ্রেপ্তার করেছে।

 

 

হাদি হত্যা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে অভাবনীয় সব আলামত জব্দ করা হয়েছে  ২টি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ছোরা। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, ভুয়া নম্বর প্লেট এবং হাদিকে বহনকারী অটোরিকশা। ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক জব্দ করা হয়েছে।

 

 

হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, "৫ আগস্টের পর হাদি যেভাবে ভোকাল ছিলেন, সেই আদর্শের কারণে ক্ষতিগ্রস্ত কোনো গোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।" ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে তদন্তের স্বার্থে মূল পরিকল্পনাকারীদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।

 

 

ডিএমপি আশা প্রকাশ করেছে যে, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে। ভারতে পালিয়ে যাওয়া মূল দুই খুনিকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এই বিভাগের আরো খবর