বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬   পৌষ ২৩ ১৪৩২   ১৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৫

দিনাজপু‌রে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২ জুন ২০২২  

দিনাজপু‌রের ফুলবাড়ীতে চালবোঝাই ট্রা‌কের সঙ্গে মোটরসাইকে‌লের মু‌খোমু‌খি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (০২ জুন) রাতে ফুলবাড়ীর নিমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে চালবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের দুজন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হন আরও একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

এই বিভাগের আরো খবর