শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩২

ঝিনাইদহে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী ঐক্যপরিষদের মতবিনিময়

মেহেদী হাসান, ঝিনাইদহ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১  

প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবীতে ঝিনাইদহে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শি¶ক  কর্মচারী ঐক্য পরিষদর। রোববার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষা সমিতি জেলা শাখা। পরিষদের সভাপতি আব্দুস সামাদ শফি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষা সমিতি আহ্বায়ক আরিফুর রহমান অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সমন্বয়ক এস এম উজ্জল, সদস্য সচিব আসাদুর রহমান। সভায় ঝিনাইদহ, যশোর ও নড়াইল জেলার শতাধিক শিক্ষা-কর্মচারী উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী উপবৃত্তি প্রদাণ, শিক্ষা উপকরণ শতভাগ বিতরণ, শি¶কদের শতভাগ বেতন ভাতা ও সকল সুবিধা প্রদাণসহ সরকারের প্রতি ১১ দফা দাবী সম্বলিত স্বারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন।

এই বিভাগের আরো খবর