বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৭

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৬ জনকে  অর্থদণ্ড 

এস.এম দুর্জয়

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১  

 গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি এর নেতৃত্বে, (২৭ ডিসেম্বর) সোমবার সকাল সাড়ে দশটা থেকে রাত ৮টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় অবৈধ গ্যাস লাইন পুনঃস্থাপন ও সংযোগ নিয়ে ব্যবহারের দায়ে ৬ জনকে মোট ২ লাখ ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, বাঘের বাজার এলাকায় ১১টি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৪৫০ টি বাসা বাড়ির ৯শ অবৈধ চুলায় গ্যাস সংযোগ ও অবৈধভাবে স্থাপিত ২ কিলোমিটার সংযোগ বিচ্ছিন্ন করাসহ ৩৫০ মিটার গ্যাসের পাইপ অপসারণ করা হয়।

এ সময় চুলাসহ বিভিন্ন পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাসের দালাল ও ব্যবহারকারীরা এলাকা ছেরে  পালিয়ে যায়।
 

এই বিভাগের আরো খবর