বুধবার   ১৬ জুলাই ২০২৫   আষাঢ় ৩১ ১৪৩২   ২০ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯১

ইসলামপুরে শিশু ধর্ষণের চেষ্ঠার অভিযোগে বৃদ্ধ আটক

শারমিন আক্তার

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০  

জামালপুরের ইসলামপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মহিদর মীর (৫৪) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি একই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে , রোববার বিকাল ৪টার দিকে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ খানপাড়া গ্রামের জনৈক ব্যক্তির পাঁচ বছরের মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। 

এ সময় প্রতিবেশি মহিদর মীর ওই শিশুটিকে পাঁচ টাকার লোভ দেখিয়ে তার বসতঘরে নিয়ে যায়।

সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকার শুনে মা এগিয়ে আসলে লম্পট মহিদর মীর কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান- আটক বৃদ্ধার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

এই বিভাগের আরো খবর