শনিবার   ১০ জানুয়ারি ২০২৬   পৌষ ২৭ ১৪৩২   ২১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮১

স্বাস্থ্য বিধি মেনে নীলফামারীতে বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন

নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১  

=নীলফামারীতে স্বাস্থ্য বিধি মেনে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ কর্মসুচীর উদ্বোধন হয়েছে। শুক্রবার (১লা জানুয়ারী) সকালে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। বই বিতরণ অনুষ্ঠানে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার।


জেলা শিক্ষা অফিস সুত্র জানা যায়, এবারে জেলায় মাধ্যমিক পর্যায়ে ২লাখ ৭৩হাজার ৭৮৪জন শিক্ষার্থীর মাঝে ৩৫লাখ ২হাজার ৬৫৭টি বই বিতরণ করা হবে। 

 


জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, আগামী ১২জানুয়ারী পর্যন্ত বই বিতরণ কর্মসুচী চলবে। প্রত্যেক শ্রেণীতে তিনটি গ্রুপে ভাগ করে তিন দিন করে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে।
 

এই বিভাগের আরো খবর