শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩৫

স্পর্শকাতর ত্বকের সানস্ক্রিন ক্রিম

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯  

অনেকেরই রোদের বের হলেই ত্বক লাল হয়ে ‍যায়, অ্যালার্জির মতো হয়ে কালচে দাগ পড়ে। হারানো জেল্লা ফিরে পেতে দরকার ত্বকের ভেতর থেকে সুরক্ষা। আর সেটাই করে সানস্ক্রিন ক্রিম। 


জেনে নিন ত্বক স্পর্শকাতর হলে কোন সানস্ক্রিন ক্রিম ব্যবহার করবেন: 

বিশেষজ্ঞরা বলেন, অ্যালোভেরা সমৃদ্ধ হাওয়াইয়ান সান লোশন খুব হাল্কা। ফলে, রোদে বেরোনোর আগে মাখলেও ত্বক চটচটে হয় না। এই ক্রিমের বাড়তি আর্দ্রতা ত্বককে রাখে স্নিগ্ধ-সজীব। 
 

রোদে ঘুরে যেমন আপনি শ্রান্ত তেমনি ক্লান্ত আপনার ত্বকও? গাজর, অ্যালোভেরা, শসা, গ্রিন টি দিয়ে তৈরি খাদি ন্যাচারাল নামের সানস্ক্রিন ক্রিমও ব্যবহার করতে পারেন। 

অ্যালোভেরা সমৃদ্ধ ব্যানানা বোট ক্রিম নিয়মিত ব্যবহারে ট্যান, সানবার্ন, লালচে ভাব কমবে অনায়াসে।