শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫০

সুপারিশপ্রাপ্তদের এমপিও জটিলতা: তালিকা চেয়েছে শিক্ষা অধিদপ্তর

আশরাফুল ইসলাম চৌধুরী

প্রকাশিত: ২৩ মে ২০১৯  

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত পদে যোগদান করেও যেসব সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত হতে পারছেন না, তাদের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ৭ কর্মদিবসের মধ্যে ভুক্তভোগী শিক্ষকদের তালিকা পাঠাতে বলা হয়েছে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের। বুধবার (২২ মে) শিক্ষা অধিদপ্তর থেকে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। 

জানা গেছে, গত ২৮ মার্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পাঠানো এক চিঠিতে এমপিও বঞ্চিতদের তালিকা চাওয়া হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে। চিঠিতে, এনটিআরসিএ’র দ্বিতীয় নিয়োগ চক্রে সুপারিশপ্রাপ্ত যেসব শিক্ষক ভুল তথ্য প্রেরণ, ননএমপিও বা নবসৃষ্ট পদকে এমপিও উল্লেখ করা, মহিলা কোটা বা অন্যান্য কারণে এমপিওভুক্ত হতে পারবেন না তাদের তালিকা নির্ধারিত ছকে এনটিআরসিএকে পাঠাতে বলা হয়। সুপারিশ প্রাপ্তদের নাম, রোল নাম্বার, পদ ও বিষয়, সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর অধিদপ্তরের নির্ধারিত ছকে সংযুক্ত করে পাঠাতে বলা হয়েছিল।


এনটিআরসিএ’র পাঠানো চিঠিটি আমলে নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ বুধবার (২২ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এনটিআরসিএ’র পাঠানো চিঠিটি জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। আর আগামী ৭ কর্মদিবসের মধ্যে এনটিআরসিএ’র চাওয়া তথ্য সংগ্রহ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তাদের।

এই বিভাগের আরো খবর