রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৭

সুখী সংসারের জন্য বিশেষ কোর্স!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯  

সুখে সংসার করার জন্য দম্পতিদের পড়াশোনা করাবে এক সংস্থা। এই জন্য তারা ব্যবস্থা করেছে ‘দুলহন কোর্স’র।

হায়দরাবাদের বলরেড্ডি নগরের এই সংস্থার ‘দুলহন কোর্স’র মধ্যে রয়েছে প্রি-ম্যারেজ ও পোস্ট ম্যারেজ ট্রেনিং, অর্থাৎ বিয়ের আগে ও পরে কী ভাবে সুখ ও শান্তি বজায় রাখা যাবে তার প্রশিক্ষণ। এর সঙ্গেই রয়েছে সেরা মা হয়ে ওঠার প্রশিক্ষণও।

দুলহন কোর্সের মধ্যে রয়েছে রান্না, সেলাই, টাকা পয়সার হিসেব ও সাজগোজের টিপস। সংস্থার দাবি, এই কাজগুলি শিখলে পরিবারে শান্তি বজায় থাকবে।

এই কোর্সটি ২ বছর আগে শুরু করেছিলেন হায়দরাবাদের ইমাম ইলয়াস শামসি।

তিনি বলছেন, ভারতে ইঞ্জিনিয়ার, ডাক্তারির প্রশিক্ষণের অনেক সংস্থা রয়েছে। কিন্তু সুখী দাম্পত্য বজায় রাখার প্রশিক্ষণের কোনও ব্যবস্থা নেই।

প্রতি মাসে ৫ হাজার টাকায় এই বিষয়ে সেমিনার ও ওয়ার্কশপও করাচ্ছে এই সংস্থা। তবে এই কোর্সটি বিগত ২ বছর ধরে চলছে। কিন্তু সম্প্রতি এই সংস্থা বিজ্ঞাপন দিতেই তা ছড়িয়ে পড়ে।

ইমামের কথায়, ইচ্ছে করেই নজর কাড়তে এই কোর্সের নাম রাখা হয়েছে দুলহন কোর্স। হোম ম্যানেজমেন্ট হলে কে-ই বা গুরুত্ব দিতেন! এই বিজ্ঞাপন দেওয়ার পরে আমি রোজ প্রায় ৫০ থেকে ৬০ টি ফোনকল পাচ্ছি। অধিকাংশই প্রশংসা করছেন।