শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

শীর্ষ নেতৃত্ব ছাড়াই চাকসু নির্বাচনে ছাত্রসংগঠনগুলো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। এ নির্বাচনে ১৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও বড় ছাত্রসংগঠনগুলোর শীর্ষ নেতারা প্রার্থী হচ্ছেন না।

দলীয় ব্যানারে একমাত্র ছাত্রদল

চাকসু নির্বাচনে ছাত্রদল একমাত্র সংগঠন হিসেবে দলীয় ব্যানারে অংশ নিচ্ছে। অন্য সংগঠনগুলো বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীকে নিয়ে প্যানেল ঘোষণা করেছে। ছাত্রদলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্ববিদ্যালয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদে মো. শাফায়াত হোসেন এবং এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক।

শীর্ষ নেতৃত্ব ছাড়া শিবির

প্রথমে শীর্ষ নেতৃত্ব থেকে প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ইসলামী ছাত্রশিবির মধ্যম সারির নেতাদের প্রার্থী করেছে। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম রনি, জিএস পদে সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে সাজ্জাদ হোসাইন মুন্না। শিবির এবার অংশ নিচ্ছে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ব্যানারে।

বাম সংগঠনের দুটি প্যানেল

বাম সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে দুটি প্যানেল ঘোষণা করেছে।

  • ‘বৈচিত্র্যের ঐক্য’ শিরোনামের প্যানেলে ভিপি পদে ধ্রুব বড়ুয়া, জিএস পদে সুদর্শন চাকমা এবং এজিএস পদে জাকিরুল ইসলাম জসিম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

  • ‘দ্রোহ পর্ষদ’ নামের অন্য প্যানেলে ভিপি পদে ঋজু-লক্ষ্মী অবরোধ, জিএস পদে ইফাজ উদ্দিন আহমদ ইমু এবং এজিএস পদে শেখ জুনায়েদ কবির মনোনীত হয়েছেন।

বাগছাস ও কিছু সংগঠনের অনুপস্থিতি

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এবার কোনো প্রার্থী দেয়নি। সংগঠনের নেতারা জানিয়েছেন, তারা আপাতত সংগঠন গোছানোর কাজে মনোযোগ দিচ্ছেন।

নির্বাচনী চিত্র

চাকসু নির্বাচনে এবার মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন। নির্বাচনে ২৮টি, হল সংসদে ১৬টি এবং হোস্টেল সংসদে ১০টি পদে ভোটগ্রহণ হবে। মোট ৯৩১টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে; পরীক্ষায় পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে।

প্যানেলের বৈচিত্র্য

ছাত্রদল, শিবির ও বাম সংগঠন ছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র মজলিসসহ বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন প্যানেলে অংশ নিচ্ছেন।

 

এই বিভাগের আরো খবর