মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬   পৌষ ৩০ ১৪৩২   ২৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৭

লিবিয়ায় মরুভূমি থেকে ৩ শতাধিক অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪  

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ৩ শতাধিক অভিবাসী আটক করা হয়েছে। দেশটির মরুভূমি থেকে তাদেরকে আটক করে লিবিয়ান সৈন্যরা। আটককৃত এসব অভিবাসী ভূমধ্যসাগরের তীরে পৌঁছানোর চেষ্টা করছিল।


সোমবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

লিবিয়ার সৈন্যরা সোমবার বলেছে, তারা ৩০০ জনেরও বেশি অভিবাসীকে আটক করেছে যারা মরুভূমি অতিক্রম করে ভূমধ্যসাগরের তীরে যাওয়ার চেষ্টা করছিল।
রাজধানী ত্রিপোলিভিত্তিক লিবিয়ার সেনাবাহিনীর অধীনে পরিচালিত বাহিনী ৪৪৪ ব্রিগেডের প্রকাশিত ছবিতে সৈন্যদের দ্বারা বেষ্টিত অবস্থায় নারী, পুরুষ এবং শিশুদের একটি দলকে দেখা গেছে।

লিবিয়ার সেনাবাহিনীর অধীনে পরিচালিত এই ব্রিগেড সোমবার তাদের ফেসবুক পেইজে জানায়, অভিবাসীদের একটি দলকে থামিয়ে দিয়েছে মরুভূমির টহল দল এবং তাদের “উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হবে”। তবে ঠিক কবে তাদের আটক করা হয়েছে তা বলা হয়নি।


২০১১ সালে সামরিক জোট ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর থেকে লিবিয়ার দীর্ঘদিনের নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যা করা হয়। আর এরপর থেকেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে যুদ্ধ এবং দারিদ্র্য থেকে পালিয়ে আসা লোকদের অভিবাসনের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসাবে আবির্ভূত হয়েছে লিবিয়া।

মূলত উন্নত জীবনের আশায় মরুভূমি এবং ভূমধ্যসাগর জুড়ে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে অভিবাসীরা। কিন্তু সাহারা মরুভূমিসহ বিপজ্জনক এই রুট পাড়ি দিতে গিয়ে অনেকেই মারা যায়।

এই বিভাগের আরো খবর