মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬০৭

লাকসামে ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সোহেল আহমেদ সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪  

পড়ালেখার মাধ্যমে দুনায়াবী সাফল্যের পাশাপাশি নিজেদেরকে আল্লাহর খাঁটি গোলাম হিসাবে প্রস্তুত করতে হবে 
দেলোয়ার হোসেন। 

মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। আমাদের যত আয়োজন থাকবে, সকল আয়োজনেরই লক্ষ্য থাকতে হবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন।

তাই শিবিরের প্রতিটি কর্মীকে পড়া লেখার মাধ্যমে এমন ভাবে তাদের জীবন গঠন করতে হবে,যাতে দুনায়াবী সাফল্যের পাশাপাশি নিজেদেরকে আল্লাহর খাঁটি গোলাম হিসাবে প্রস্তুত করা যায়।

আজ সোমবার সকাল ১০টায় লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে কর্মী সভায় উপরোক্ত কথা গুলো বলেন বক্তারা।

কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মো.নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রটারী জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.ইয়াছিন আরাফাত।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মো.শাহজাহান, সেক্রেটারী ড.এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা মহানগর জামায়াতের শূরা সদস্য ও  কুমিল্লা জজ কোর্টের আইনজীবী এডভোকেট বদিউল আলম সুজন, শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শফি উল্লাহ, কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি নোমান হোসেন নয়ন, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি জুবায়ের ফয়সাল, শেষে সাবেক জেলা সভাপতি নিজাম উদ্দিন মহসিন, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
 

এই বিভাগের আরো খবর