সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫০৭

মেয়ের প্রথম ছবি শেয়ার করলেন সুরভিন

প্রকাশিত: ১৪ মে ২০১৯  

অভিনেত্রী সুরভিন চাওলা গত মাসেই মেয়ের জন্ম দিয়েছেন। তবে ছবি প্রথম শেয়ার করলেন প্রায় এক মাস পর। সম্প্রতি একটি ফটোশুট করিয়েছেন সুরভিন। সেখানেই মেয়েকে কোলে নিয়ে একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন তিনি।
এর আগে মেয়ের শুধু পায়ের ছবি শেয়ার করেছিলেন নতুন মা। তবে এবার পুরো ছবিই শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'ভালোবাসা... এখন বুঝেছি...'।
এই সময় পত্রিকার খবরে বলা হয়, মেয়েকে হাসপাতাল থেকে নিয়ে বাড়ি ফেরার দিন, সুরভিন ও তার স্বামী ব্যবসায়ী অক্ষয় ঠাকুর হাসপাতালের বাইরে সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি তোলারও সুযোগ করে দিয়েছিলেন পাপারাজ্জিদের। সুরভিনরা মেয়ের নাম রেখেছেন ইভা।
এর আগে ইনস্টাগ্রামে মেয়ের কচি পায়ের ছবি শেয়ার করে নিজেই মাতৃত্বের কথা ঘোষণা করেছেন সুরভিন। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'এখন আমাদের কাছে ছোট্ট পা রয়েছে ছোট্ট জুতাগুলো পরানোর জন্য। আমাদের ছোট্ট পরিবারে তার আগমন হয়েছে। মেয়ের নাম ইভা।'
২০১৫-এ অক্ষয় ঠাকুরের সঙ্গে বিয়ের পর দুবছর পর সেটি জানিয়েছিলেন অভিনেত্রী। টেলিভিশনের পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন সুরভিন।

এই বিভাগের আরো খবর