শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৪

মেহেরপুরে ৮ মামলার আসামী কনক অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১  

শুক্রবার দিবাগত  রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া বাজার থেকে কনক কে আটক করে র‌্যাব-৬ (গাংনী) ক্যাম্পের সদস্যরা। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরী ১টি ওয়ান শর্টগান উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

গাংনী র‌্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি তারেক আমান বান্না জানান জোড়পুকুরিয়া বাজার থেকে মাদক পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটিদল ওই স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান কনক পালানোর চেষ্টা করে।

পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরী ওয়ান শর্টগান উদ্ধার  করে। কনক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে গাংনী থানায় অস্ত্র ও মাদকসহ অন্তত ৮টি মামলা রয়েছে। এ ঘটনার পর তাকে রাতেই গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এবং তার নামে অস্ত্র আইনে মামলা করা হয়।
 

এই বিভাগের আরো খবর