বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১০

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদেরকে আর্থিক সহায়তা প্রদা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩  

নওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।শনিবার বিকেলে মান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু এবং জাতীয় নির্বাহী কমিটি বিএনপি’র  সদস্য এম.এ মতিন ঘটনাস্থল পরিদর্শন শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানদার মানিক, ইমাজ, মোশারফ হোসেন এবং ফিরোজ হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় স্থানীয় আ’লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত শুক্রবার রাত ১ টার দিকে কাঁশোপাড়া ইউনিয়নের সিংগীহাটে এ ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ভূক্তোভূগী দোকান মালিকরা ।

মান্দায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
 
নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মান্দায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় শনিবার দিনব্যাপী মান্দা শ্যামচাঁদ (এস.সি) মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ৪৯ নওগাঁ-৪ (মান্দা)  আসনের সংসদ সদস্য  মুহাঃইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা  ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেনজির আহমেদ ।

এসময় প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মুবিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে  বক্তব্য রাখেন , উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহির উদ্দীন, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী এবং মান্দা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মান্নান প্রমূখ।

প্রদর্শনীতে মোট ৩৭ টি ষ্টল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশ নেওয়া ষ্টলগুলোর মাধ্যে ৫ ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। 
 

এই বিভাগের আরো খবর