রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৭

মানুষের আবেগে বদলায় হোটেলের রং!

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন ২০১৯  

হোটেল বা বাসার রং মানুষের পছন্দ অনুযায়ী হয়ে থাকে। শোবার ঘরে হালকা নীল। বসার ঘরে গোলাপি কিংবা হলুদ। নানা রকম কম্বিনেশন থাকে রঙে। কিন্তু অদ্ভুত এক হোটেল নির্মিত হয়েছে। যেখানে ব্যবহারকারীর আবেগের ওপর নির্ভর করবে ঘরের রং।

জানা যায়, ভোক্তার মুড অনুযায়ী বদলাবে হোটেলের পরিবেশ। খানিকটা স্বপ্নের মতো হলেও এখন সম্ভব এ স্বপ্ন পূরণ। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে তৈরি হয়েছে হোটেলটি। যেখানে আপনার মুড অনুযায়ী নিমেষে বদলে যাবে হোটেলের পরিবেশ-রং, সবকিছু।

সূত্র জানায়, লর্ড স্বরাজ পল নামের এক এনআরআই শিল্পপতি নির্মাণ করেছেন হোটেলটি। সম্প্রতি ‘দ্য অঙ্গদ আর্টস’ নামের বিশেষ রুমযুক্ত হোটেলটি খুলে দেওয়া হয়। যেখানে আবেগের সঙ্গে রঙের গভীর সম্পর্ক ধাপে ধাপে স্পষ্ট হয়ে উঠবে।

নির্মাতারা জানান, এখানে হলুদ রংকে আনন্দের প্রতীক বলা হয়। এছাড়া লাল-নীলকে যথাক্রমে প্রেম ও শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। হোটেলটিতে মোট রুমের সংখ্যা ১৪৮টি।

লর্ড পল বলেন, ‘প্রকল্পটির মাধ্যমে সবার সামনে শহরের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি। এর আগে বিশ্বে হোটেলের ক্ষেত্রে এরকম উদ্ভাবন খুবই কম দেখা গিয়েছে।’

স্থপতি স্টিভ স্মিথ বলেন, ‘আমরাই প্রথম এ ধরনের হোটেল রুম তৈরি করেছি। যেখানে সাধারণ মানুষের আবেগের সঙ্গে পরিবর্তিত হবে রুমের পরিবেশ এবং রং।’