সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৭

বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৫ জুলাই ২০২০  

করোনাভাইরাস সংক্রমণের মহামারি ও বন্যার মধ্যে নির্বাচন কমিশন বগুড়া-১ ও যশোর -৬ সংসদীয় আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণাকে ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে মনে করেছে বিএনপি সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

আজ রোববার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, করোনা সংকট ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে সবচেয়ে মানবিক ইস্যু। সেজন্য এই দুটি আসনের উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান।

এই বিভাগের আরো খবর