সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪০

পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আফজাল হোসেন

আবু নাঈম নোমানঃ

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৩  

সংসদীয় আসন ১১১ তথা পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে সংসদনেতা ও আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা (এমপি) এর সভাপতিত্বে তার কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অ্যাডভোকেট মো. আফজাল হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুর পর আসনটি শূন্য হয় এবং এই আসনে উপনির্বাচনের জন্য তফশিল ঘোষণা করা হয়।

এই বিভাগের আরো খবর