শনিবার   ১০ জানুয়ারি ২০২৬   পৌষ ২৬ ১৪৩২   ২১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩৮

নওগাঁয় গৃহহীন পরিবারকে প্রথম ধাপে ১১০টি ঘর হস্তান্তর

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার পূর্ণবাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা শেষে নওগাঁ জেলায় ১ হাজার ৫৬ টি পরিবারকে ঘর প্রদান করেছেন এর মধ্যে নওগাঁ সদর উপজেলায় প্রথম ধাপে ১১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দুই কক্ষ বিশিষ্ট ঘরের চাবি, কবুলিয়ত ও নামজারী কাগজপত্র প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রদান করেন নওগাঁ সদর আসনের সাংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন কতৃর্ক আয়োজনে এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ, নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম, নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেল নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অল রশিদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর