বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬   মাঘ ১৬ ১৪৩২   ১০ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

দ্বিতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন হিরণ

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬  

টালিউড অভিনেতা ও রাজনীতিক হিরণের দ্বিতীয় বিয়ের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে বিতর্কের ঝড় উঠেছে। সপ্তাহ দুয়েক আগে হিরণের দ্বিতীয় স্ত্রী হৃতিকা গিরির সঙ্গে বিয়ের ছবি ভাইরাল হলে তার প্রথম স্ত্রী অনিন্দিতা দাবি করেন, তাকে ডিভোর্স না দিয়েই হিরণ দ্বিতীয় বিয়ে করেছেন। এর প্রেক্ষিতে আনন্দপুর থানায় হিরণের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

 

এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন হিরণ। ভারতের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যে বিষয় বিচারাধীন, তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান করতে পারি না।” তিনি জানান, এতদিন তিনি কলকাতায় ছিলেন না, চেন্নাইয়েই ছিলেন। রাজনৈতিক কাজের জন্য আপাতত কলকাতাতেই অবস্থান করবেন বলেও জানান তিনি।

 

হিরণ-অনিন্দিতার সংসারে তাদের ১৯ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর অনিন্দিতার অভিযোগের প্রেক্ষিতে মুখ খোলেন হিরণের দ্বিতীয় স্ত্রী হৃতিকা গিরি। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে হৃতিকার দাবি, হিরণের সঙ্গে গত ৫ বছর ধরে তিনি দাম্পত্য সম্পর্কে রয়েছেন এবং হিরণ অনেক আগেই অনিন্দিতাকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে রেখেছেন।

 

অভিযোগ-পাল্টা অভিযোগের মাঝে বিষয়টি এখন আদালতে বিচারাধীন। কীভাবে এগোবে পরিস্থিতি, সেটাই এখন দেখার। হিরণের এই দ্বিতীয় বিয়ের ঘটনা টালিউডের পাশাপাশি রাজনৈতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে।

এই বিভাগের আরো খবর