শনিবার   ১০ জানুয়ারি ২০২৬   পৌষ ২৭ ১৪৩২   ২১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৩

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২১  

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। শনিবার (২ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার সল্লা এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় ও কোনট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছে জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে রেললাইনের পাশে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে একটি মাছের গাড়ি নষ্ট হয়েছিলো। হতে পারে সেই গাড়ির লোকজন গাড়ি থেকে নেমে রেললাইনে বসে ছিলেন। তখন ট্রেনে কাটা পড়ে নিহত হয়ে থাকতে পারে!

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ট্রেনে কাটা পড়া একটি মরদেহ রেললাইনে পড়ে আছে এমন খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। মরদেহটি অজ্ঞাত হওয়ায় রেল পুলিশকে খবর দেয়া হবে। তারা এসে মরদেহ নিয়ে যাবে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর