শনিবার   ১০ জানুয়ারি ২০২৬   পৌষ ২৭ ১৪৩২   ২১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৩

জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই মৌসুম শুরু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০  

গত মৌসুমের ৬৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়ে ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে ২০২০-২০২১ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। এটি হবে জয়পুরহাট চিনিকলের ৫৮তম আখ মাড়াই মৌসুম।  গতকাল এ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। 


জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বকর, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম সোলায়মান আলী, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার সহ-সাধারণ সম্পাদক জহুরুল হক জুয়েল অন্যরা। এবার বন্ধ হওয়া রংপুরের শ্যামপুর ও গাইবান্ধার মহিমাগঞ্জ চিনিকলের আখ সহ জয়পুরহাট চিনিকলে চলতি মৌসুমে ১ লাখ ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা থেকে চিনি উৎপাদন হবে ১০ হাজার ৬৯২ মেট্রিক টন। এবার চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছে ৬ দশমিক ৬০ ভাগ। মিলগেটে এবারও প্রতি কুইন্টাল আখ ৩৫০ টাকা এবং বাহিরের কেন্দ্রগুলো থেকে ৩৪৩ টাকা দরে আখ ক্রয় করা হবে।

এই বিভাগের আরো খবর