বুধবার   ২২ অক্টোবর ২০২৫   কার্তিক ৬ ১৪৩২   ২৯ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যে নতুন ইতিহাস গড়ছে নোসাব

শফিকুল ইসলাম

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোট বাংলাদেশ (নোসাব) ২০২৫–২৬ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেছে। গাজীপুরস্থ কার্যালয় থেকে ২০ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নাম প্রকাশ করা হয়, যা স্বাক্ষর করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন এবং প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন।

 

নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি: হাবিবুর রহমান (পারভেজ), যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক: জে.এইচ. স্বপন, দপ্তর সম্পাদক: সোহাগ হোসেন সম্রাট, প্রচার সম্পাদক: আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক: মোঃ রিম সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক: আদিয়া রহমান, কার্যনির্বাহী সদস্য: মোজাম্মেল হোসেন, ফাহিয়া ইসলাম চৈতি ও তানজির আকাশ ইমন।

 

সংগঠনটি তাদের মূল নীতি হিসেবে নির্ধারণ করেছে “একতা, শিক্ষা ও উন্নয়ন”– যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

 

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন (সভাপতি) বলেন, নোসাব শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মমর্যাদা ও সম্ভাবনার প্রতীক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এক বৃহৎ জনগোষ্ঠী হলেও, তাদের কণ্ঠস্বরকে কখনোই যথাযথভাবে শোনা হয়নি। নোসাব সেই নীরব প্রজন্মের মুখপাত্র হয়ে উঠেছে–একতা, শিক্ষা ও উন্নয়নের মন্ত্রে। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থী নিজ নিজ অবস্থান থেকে সমাজে পরিবর্তনের দূত হতে পারে। নোসাবের লক্ষ্য শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা নয় শুধু, বরং তাদের চিন্তা, নেতৃত্ব ও উদ্ভাবনের শক্তিকে জাগিয়ে তোলা।

 

তিনি আরও বলেন, আমি চাই–জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি তরুণ যেন নিজের ভেতরের শক্তিকে চিনে নেয়, নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শিখে। আজকের এই সংগঠনই আগামী দিনের নেতৃত্বের উৎস হবে, ঐক্যবদ্ধ তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নেবে, ইনশাআল্লাহ।

 

বিল্লাল হোসাইন (সাধারণ সম্পাদক) বলেন, আমরা চাই শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, বরং নেতৃত্ব, নৈতিকতা ও দক্ষতায় এগিয়ে থাকুক – নোসাব সে স্বপ্নের বাস্তব রূপ। নোসাবের মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।

 

নোসাবের নেতারা জানিয়েছেন, সংগঠনটি অরাজনৈতিক থেকে যাবে এবং শিক্ষার্থী অধিকার, শিক্ষার মানোন্নয়ন ও সমাজসেবায় কাজ করবে। তারা প্রত্যাশা করেন, নোসাব জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে উঠবে।

এই বিভাগের আরো খবর