বুধবার   ২২ অক্টোবর ২০২৫   কার্তিক ৬ ১৪৩২   ২৯ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

শ্রীপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫  

এস.এম দুর্জয়:গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

।(২১ অক্টোবর)মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে কলেজ মোড় এলাকায় দোকানদার,ব্যবসায়ী,পথচারী ও নানা শ্রেণি-পেশার লোকজনের কাছে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত আগামীর রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব তুলে ধরা হয়।শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টারের দিক নির্দেশনায় এই লিফলেট বিতরণ করা হয়েছে

।লিফলেট বিতরণে অংশ গ্রহণ করেন,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোশাররফ হোসেন,জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য এস এম সুজন,বিএনপি নেতা ইসমাইল হোসেন,তেলিহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম জজ,শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লা,উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য এস এম রুবেল,হাসানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী লিফলেট বিতরণে অংশ নেন।

এই বিভাগের আরো খবর