মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫   কার্তিক ৬ ১৪৩২   ২৮ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৪

আজগরায় আনসার-ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিয়াদ হোসাইন লাকসাম কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫  

কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক (পুরুষ ও মহিলা) প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে বিভাগীয় ক্লাস পরিচালনা ও আজগরা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন লাকসাম উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব নার্গিস সুলতানা।

 

এসময় উপস্থিত ছিলেন আজগরা ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব সৈয়দ ইয়াছিন আরাফাত, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জনাব আহমেদ উল্যাহ সবুজ, উপজেলা আনসার ভিডিপি অফিসার মো. শাহ জালাল সোহেল এবং উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. আল-আমিন, প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ গ্রামীণ জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা ও সামাজিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই বিভাগের আরো খবর