মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

চাকসু নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন ২৪ প্রার্থ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল–হোস্টেল সংসদ নির্বাচনে ২৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। এর মধ্যে ২১ জনই নারী প্রার্থী। সম্পাদকীয় পদে ১৫ জন এবং নির্বাহী সদস্য পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।


রোববার রাত ৮টার দিকে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

কোন হলে কতজন নির্বাচিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের মধ্যে নবাব ফয়জুন্নেছা হলে ১১ জন, শামসুন্নাহার হলে ৭ জন, প্রীতিলতা হলে ২ জন, শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ২ জন, বিজয় চব্বিশ হলে ১ জন এবং শাহজালাল হলে ১ জন রয়েছেন।


নবাব ফয়জুন্নেছা হল সংসদে সহ-সভাপতি পদে নাট্যকলা বিভাগের পারমিতা চাকমা, খেলাধুলা সম্পাদক পদে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইতি চাকমা, সাহিত্য সম্পাদক পদে সংগীত বিভাগের প্রত্যাশা চাকমা, দপ্তর সম্পাদক পদে পালি বিভাগের 

অপরাজিতা বড়ুয়া তিন্নী, রিডিং রুম সম্পাদক পদে একাউন্টিং বিভাগের খিং খিং ছেন, সমাজসেবা সম্পাদক পদে মার্কেটিং বিভাগের মোনালিসা চাকমা, বিজ্ঞান সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সুরঞ্জনা ত্রিপুরা, যোগাযোগ সম্পাদক পদে পালি বিভাগের শ্রেয়া তালুকদার এবং 

নির্বাহী সদস্য পদে অনন্যা চাকমা, প্রমিতা চাকমা ও শিপ্রা তনচংগা নির্বাচিত হচ্ছেন।

শামসুন্নাহার হলে দপ্তর সম্পাদক পদে সাইমুন সাদিয়া, রিডিং রুম সম্পাদক পদে নিসাদ জান্নাত, সমাজসেবা সম্পাদক পদে ইফফাত আরা জুঁই, যোগাযোগ সম্পাদক পদে কানিজ ফাতেমা সিফাত এবং নির্বাহী সদস্য পদে নাসিফা নাঈম তাসফিয়া, মিফতাহুল জান্নাত ও আফিয়া জাহিন 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

প্রীতিলতা হলে নির্বাচিত হচ্ছেন আইন বিভাগের অন্তরা চাকমা (খেলাধুলা সম্পাদক) এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সিরাজুম মুনিরা (বিজ্ঞান সম্পাদক)। বিজয় চব্বিশ হলে খেলাধুলা সম্পাদক পদে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস বিভাগের অন্তরা সাহা বিনা 

প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন।


শাহজালাল হলে রিডিং রুম সম্পাদক পদে অ্যাকাউন্টিং বিভাগের তানভীর হাসান প্রান্ত এবং শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে নির্বাহী সদস্য পদে চারুকলার মাহমুদুল ইসলাম মিনহাজ ও আবু বকর ছিদ্দিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।


শূন্য থাকছে শামসুন্নাহার হলের একটি পদ

শামসুন্নাহার হল সংসদের খেলাধুলা সম্পাদক পদে কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় পদটি শূন্য থাকছে। এ বিষয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “যে পদগুলো ফাঁকা থাকবে, সেগুলো ছাড়াই সংসদ চলবে। অন্যভাবে পূরণের সুযোগ নেই।”


প্রার্থিতা বাতিল ও আপিলের সুযোগ

প্রধান নির্বাচন কমিশনার জানান, কেন্দ্রীয় সংসদে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হতে যাচ্ছে। কেউ তথ্য ঘাটতি রেখেছেন, কেউ স্বাক্ষর করতে ভুলেছেন, আবার কারও কাগজপত্রে অন্যান্য ত্রুটি রয়েছে। তবে আপিলের মাধ্যমে প্রার্থীরা সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে 

পারবেন। প্রয়োজনে সংশোধন করে প্রার্থিতা বৈধ করার সুযোগও রাখা হয়েছে।


মোট প্রার্থী সংখ্যা

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চাকসু, হল সংসদ ও হোস্টেল সংসদ মিলে এবার মোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চাকসুতে ৪২৯ জন এবং হল ও হোস্টেল সংসদে ৫০২ জন। চাকসুতে সহ-সভাপতি পদে ২৩ জন, সাধারণ সম্পাদক পদে ২১ জন এবং 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া হল ও হোস্টেল সংসদে সহ-সভাপতি পদে ৪৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪১ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই বিভাগের আরো খবর