সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৪

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে মিজানুর রহমান মিজুকে সভাপতি ও শামসুজ্জামান বাবুকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়।
ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন- রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য প্রফেসর ড. আব্দুল খালেক।
প্রধান আলোচক ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য প্রফেসর ড. আবুল কাশেম।
আলোচক ছিলেন- বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম লুৎফর রহমান, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাচিপ সভাপতি ডা. গোলাম রাব্বানী, বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মজনু, নাচোল শাখার সভাপতি মসিউর রহমান বাবু, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারক মিথুন। সূচনা বক্তব্য দেন- বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুজ্জামান বাবু।
সম্মেলনের সঞ্চালানয় ছিলেন জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।

এই বিভাগের আরো খবর