বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫   কার্তিক ২৯ ১৪৩২   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫  

বর্ণাঢ্য আয়োজনে খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর)বেলা ১১টার দিকে খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কমান্ডার আবুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবুল কালাম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ আরিফুর রহমান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহম্মদ।

 

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে।আপনারা উপযুক্ত শিক্ষক নিয়োগ দিবেন তাহলে তারা উপযুক্ত ছাত্র তৈরি করে দিবে।

 

বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমি নির্বাচিত হলে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শিক্ষা খাতকে ঢেলে সাজাবো।

 

আমাদের ওয়াদা হলো শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া

 

হবে। লাকসাম মনোহরগঞ্জ কে শতভাগ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবো। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে অত্র প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করবো।

 

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ্ সুলতান খোকন, সহ-সভাপতি মঞ্জুরুল আলম মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য হুমায়ুন কবিরসহ প্রমুখ।

 

বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক আবু তালেবের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীগণ। 

 

আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য, গান ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজন এবং আলোচনা সভা, পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

এই বিভাগের আরো খবর