মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৪

কক্সবাজারে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, নিরাপত্তা জোরদার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫  

কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এনসিপির সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার পৌঁছেছেন নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 


শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। আজ দুপুর ১টার দিকে তারা কক্সবাজারে পৌঁছান।

খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া লিংরোড, টার্মিনাল, কলাতলীসহ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।


সরেজমিনে দেখা গেছে, পৌরসভার শহীদ দৌলত ময়দানে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানে দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত আছেন। তারা সবাই জাতীয় নেতাদের জন্য অপেক্ষায় আছেন। এর মধ্যে কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী বলেন, এনসিপির সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ। কেন্দ্রীয় নেতারা কক্সবাজাররে পৌঁছেছে। বিকেলে ভাষণ দেবেন। এসময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন গোপালগঞ্জ না এটি কক্সবাজার। এখানে গোপালগঞ্জের হিসেব মাথায় যেন না আসে। 

এই বিভাগের আরো খবর