সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ঝটিকা সফর শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই ধারাবাহিকতায় দীর্ঘ ২২ বছর পর আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন তিনি। ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

 

সর্বশেষ ২০০৩ সালে দলীয় প্রশিক্ষণে অংশ নিতে তিনি এই অঞ্চলে গিয়েছিলেন। তাঁর সফরকে কেন্দ্র করে আজ সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করেছেন ময়মনসিংহের বিভিন্ন আসনের দলীয় প্রার্থীরা।

 

ময়মনসিংহ সফর শেষে আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী যাওয়ার কথা রয়েছে তাঁর। রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, তারেক রহমান দুপুরে বিমানযোগে রাজশাহী পৌঁছাবেন এবং সরাসরি মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন। রাজশাহী সফর শেষে সড়কপথে নওগাঁ ও বগুড়ায় যাবেন তিনি। সেখানেও একাধিক নির্বাচনী সমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং রাতেই বগুড়ায় অবস্থানের সম্ভাবনা আছে।

 

এদিকে তারেক রহমানের বরিশাল সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিডিউল জটিলতার কারণে ২৬ ও ২৭ জানুয়ারির নির্ধারিত জনসভার তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। তবে বরিশাল মহানগর বিএনপি জানিয়েছে, সফর বাতিল হয়নি, নতুন তারিখ কেন্দ্রীয়ভাবে শিগগিরই জানানো হবে। দেশব্যাপী তাঁর এই সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

 

এই বিভাগের আরো খবর