সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৫৫

২১ বছরের নায়িকার স্বামীর বয়স ৩৮

প্রকাশিত: ৯ জুন ২০১৯  

বলিউড ছবি ‘শিবায়’ এ শায়েষা সায়গলের অসাধারণ লুকের সঙ্গে দারুণ অভিনয় মন জিতে নিয়েছিল সবার। দক্ষিণ ভারতীয় এই নায়িকা ‘বনমগন’, ‘কাদাইকুট্টি সিঙ্গম’ নামের জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। সেই ২১ বছর বয়সী শায়েষা বিয়ে করেছেন তামিল অভিনেতা আর্যকে। আর্যর বয়স এখন ৩৮। দুজনের বয়সের পার্থক্য প্রায় ১৭ বছরের।

গেল মার্চের ৯ তারিখে হায়দরাবাদে তাদের এই বিয়ে অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে ‘গজনীকান্ত’ ছবির সেটে আলাপ হয় শায়েষা-আর্যর। তখনই প্রেমের সূত্রপাত। আর্য ওরফে জামশাদ ছেত্রীকাথ অসংখ্য মালয়ালম ও তামিল ছবির কারণে পরিচিত নাম।

কিছুদিন আগে একটি ম্যাচমেকিং রিয়্যালিটি শোতে যোগদান করে বিতর্কের শিকার হন আর্য। কারণ শোতে যোগ দিলেও তিনি কোনও ফাইনালিস্টকে বিয়ে করতে রাজি হননি।

একটি গয়না বিপণির বিজ্ঞাপনের কারণে বর্তমানে ঘরে ঘরে পরিচিত মুখ শায়েষা। দ্রুতই বলিউডে আবারও নতুন ছবিতে দেখা যেতে পারে তাকে। অন্যদিকে আর্য তামিল ইন্ডাস্ট্রিতেই মনোনিবেশ করতে চান।

এই বিভাগের আরো খবর