মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬   পৌষ ৩০ ১৪৩২   ২৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বাংলাদেশকে আইসিসির অনুরোধ, অনড় বিসিবি

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬  

 

নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাতে দল পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিসিবির সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৈঠকে বিশ্বকাপ সূচির বিষয়টি তুলে ধরে বিসিবিকে অবস্থান পরিবর্তনের জন্য অনুরোধ জানিয়েছে ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থাটি।

 

বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ভিডিও কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্রিকেট বোর্ড বৈঠকে আইসিসিকে জানিয়েছে, “অর্থাৎ ভারতের বদলে অন্য কোনো দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় বাংলাদেশ।”

 

আইসিসির সঙ্গে এই বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

 

আলোচনায় আইসিসি জানিয়েছে, “টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে, তাই বিসিবিকে যেন তাদের অবস্থান পুনর্বিবেচনার করে।” তবে বিসিবি তাদের অবস্থান পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। নিরাপত্তার বিষয়টি আবারও প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।

 

বিসিবি জানিয়েছে, উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করতে চাইছে। আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা এবং “বিসিবি তাদের খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ” বলেও আইসিসিকে জানিয়েছে।

এই বিভাগের আরো খবর