মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

সাংবাদিকদের বিশ্বকাপ কার্ড না দেওয়ার নেপথ্য কারণ

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬  

টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য আবেদন করা শতাধিক বাংলাদেশি সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করেছে আইসিসি। যদিও আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি, তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, এর পেছনে প্রধান কারণ হলো রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন। আইসিসির একজন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, বাংলাদেশ সরকার ভারতকে ভ্রমণের জন্য ‘অনিরাপদ’ বলাতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

ঘটনার সূত্রপাত হয় আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং পরবর্তীতে ভারত ও শ্রীলঙ্কার ভেন্যুতে বিশ্বকাপ খেলতে বিসিবির অনীহা প্রকাশের মধ্য দিয়ে। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ ভারতে দল পাঠাতে রাজি না হওয়ায় আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এই অনড় অবস্থানের কারণে বিসিবি ও আইসিসির মধ্যকার সম্পর্কের চরম অবনতি ঘটে, যার প্রভাব এখন সরাসরি সংবাদমাধ্যম কর্মীদের ওপর পড়ল।

 

জানা গেছে, অনেক জ্যেষ্ঠ সাংবাদিক যারা দীর্ঘ বছর ধরে বিশ্বকাপ কাভার করছেন, তাঁদের আবেদনও কোনো কারণ ছাড়াই প্রত্যাখান করা হয়েছে। এমনকি যারা ইতিমধ্যে ভিসা লেটার বা প্রাথমিক অনুমোদন পেয়েছিলেন, তাঁদেরও মেইল পাঠিয়ে জানানো হয়েছে যে তাঁদের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে। আইসিসির বোর্ড সভায় অধিকাংশ সদস্য বাংলাদেশের বিপক্ষে ভোট দেওয়ায় এই সিদ্ধান্ত পরিবর্তন করার সম্ভাবনা এখন আর নেই বললেই চলে।

এই বিভাগের আরো খবর