সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬১

শাড়ি ব্যবসায়ী নিখিলকে বিয়ে করছেন নুসরাত

প্রকাশিত: ২৭ মে ২০১৯  

বিপুল ভোটে নির্বাচনে জিতে বসিরহাট কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। এবার তাঁর জীবনে আসতে যাচ্ছে আরও একটি সুখবর। বিয়ে করতে চলেছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান।

শাড়ি ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন নুসরাত। বলিউডের দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মার মতোই  'ডেস্টিনেশন ওয়েডিং'-এর পথে হাঁটছেন অভিনেত্রী। ইস্তাম্বুলে বসছে নুসরাত ও নিখিলের বিয়ের আসর। আগামী ১৯ থেকে ২১ জুন পর্যন্ত ইস্তাম্বুলে চলবে নুসরাতের বিয়ের অনুষ্ঠান।

এর আগে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী নুসরাত জাহানের। যদিও সব জল্পনা শেষে ব্যবসায়ী নিখিলের সঙ্গেই জীবন কাটানোর সিদ্ধান্ত তাঁর। তবে নিখিলের সঙ্গে নুসরাতের আলাপও খুব বেশিদিনের নয়। পুজোর সময় নিখিলের শাড়ির বিজ্ঞাপনে কাজ করতে গিয়েই তাঁর সঙ্গে আলাপ হয় নুসরাতের, তারপর বন্ধুত্ব। 

এরপরে নুসরাত ও নিখিল দুজনে মিলেই বিয়ের সিদ্ধান্ত নেন। তবে নুসরত জাহানের বিয়ের কোনও ছবি যাতে কোনওভাবে প্রকাশ্যে না আসে সেই বিধি নিষেধ তাঁর বিয়ের অনুষ্ঠানে রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ভোটে জেতার পর রবিবার আজমীর শরীফে নিখিলকে সঙ্গে নিয়েই দোয়া করতে গিয়েছিলেন নুসরাত। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।

এই বিভাগের আরো খবর