বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৪  

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৪৩১ ইয়াবা, ২৬১ গ্রাম হেরোইন, ৪৬ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর