শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৪

মিরপুরকে উড়িয়ে দিল নারায়ণগঞ্জ (ছবিসহ)

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯  

নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ ও মিরপুর ৯৭ ৯৯ ব্যাচের টি২০ ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই প্রীতি ম্যাচে মিরপুর ৯৭ ও ৯৯ (মিরপুরিয়ান)-কে ৮ উইকেটে হারিয়ে ট্রফি জয়ী হন ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ।

শুক্রবার ১৫ নভেম্বর সকাল ৯টায় ওসমানী পৌর স্টেডিয়ামে এ টি২০ ক্রিকেট প্রীতি ম্যাচে প্রায় ২’শতাধিক সতীর্থদের মধ্যে দুই গ্রুপের ৩০জন খেলোয়াড় প্রীতি ম্যাচে অংশ নেন। এই সময় সতীর্থ স্ত্রী ও সন্তানরা দর্শক হিসেবে প্রীতি ম্যাচের খেলায় উপস্থিত ছিলেন।

প্রীতি ক্রিকেট ম্যাচের আহবায়ক সাজ্জাদ হোসেনের (রিয়াদ) তত্ত্বাবধায়নে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০১৩ সালে যাত্রা শুরু হয় ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ। সেখান থেকে গ্রুপে আজ হাজারো বন্ধু যোগ হয়ে একত্রে বসবাস করছে। শুক্রবার এখানে হাজারো না হলেও ২ শতাধিক বন্ধু একত্রে দিনটি অতিক্রম করেছে। ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ অনেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রকাশক, ডাক্তার, পুলিশ, ব্যাংকার, বিদেশ প্রবাসে অবস্থান করছেন।

মিরপুর ৯৭ ৯৯ ব্যাচেও তাদের বন্ধু রয়েছে। তার মাধ্যমে আজ এই ওসমানী ষ্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ আয়োজন করেছি। সেখানে তারাও খেলা জন্য আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা মিরপুর থেকে নারায়ণগঞ্জে ভোর সকালে এসেছেন। তাদের এই বন্ধুময় আচরণে সবাই মুগ্ধ। খেলায় জয় পরাজয় কোন বাধ্য নয়, প্রীতি ম্যাচ যেন সবাই খেলা উপভোগ করা হয়।

ব্যাচ ৯৭ গ্রুপে ইতিমধ্যে দরিদ্র শিক্ষার্থীকে আর্থিক অনুদান, ক্যান্সার আক্রান্ত রোগীকে অনুদান এবং অসহায়দের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন সহ নানা কর্মসূচীর পালন করা হয়ে।

এদিকে সকালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে ঢাকা মিরপুরিয়ান (মিরপুর ৯৭ ৯৯ ব্যাচ) ২০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান তুলেন। এর জবাবে ১৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৯৯ রান তুলে জয়ী হয় ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ । এই খেলায় ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জে সোহেল একক ব্যাটে ৪০ রান তুলে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার জিতে নেন।

বিজয়ী ও পরাজিত দলকে ট্রফি তুলে দেন ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জের আহবায়ক সাজ্জাদ হোসেন (রিয়াদ) ও ডাক্তার জেনিথ। এরপর ষ্টেডিয়ামে খেলোয়াড় দৃশ্যে একটি বড় কেক কাটেন উপস্থিত সতীর্থরা।

এই বিভাগের আরো খবর