বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

মায়ের কফিনের পাশে কুরআন তিলাওয়াত করছেন তারেক রহমান

তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫  

পৌষের হাড়কাঁপানো শীত আর কুয়াশার চাদরে মোড়া বিষাদমাখা এক সকাল। এভারকেয়ার হাসপাতালের হিমঘর থেকে বের করা হলো বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিথর দেহ। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে এভারকেয়ার থেকে গুলশানের সেই পরিচিত ঠিকানায় যাওয়ার পথে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

 

বর্তমানে দেশনেত্রীর মরদেহ রাখা হয়েছে গুলশানে তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে।

 

 

গুলশানের বাসভবনে মায়ের কফিনের পাশে বসে পরম মমতায় কুরআন তিলাওয়াত করছেন তারেক রহমান। ১৭ বছর পর দেশে ফিরে মায়ের সান্নিধ্য পেলেও এমন বিদায় যে কতটা বেদনার, তা যেন ফুটে উঠছে তাঁর শান্ত কিন্তু বিষাদগ্রস্ত চোখেমুখে। তারেক রহমানের পাশে রয়েছেন তাঁর কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। বাসভবনের ভেতরে ও আঙিনায় দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও আত্মীয়-স্বজনরা সারিবদ্ধভাবে প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

 

 

আজ বুধবার সকাল ৯টার কিছুক্ষণ আগে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি সাদা অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়ার মরদেহ হাসপাতাল থেকে বের করা হয়। অ্যাম্বুলেন্সটির পেছনে ছিল নেতাকর্মীদের শোকের মিছিল। দীর্ঘ এক মাসেরও বেশি সময় হাসপাতালে জীবনের সঙ্গে লড়াই করে আজ তিনি ফিরলেন নিজের প্রিয় আঙিনায়, তবে চিরকালের জন্য শান্ত হয়ে।

 

 

শোকের এই আবহে নিরাপত্তা নিশ্চিত করতে গুলশান এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ও সাধারণ মানুষের যাতায়াত ও ভিড় সামলাতে আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল সীমিত রাখা হয়েছে।

 

 

পরিবার ও নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে জানাজার উদ্দেশ্যে।

 

আজ  বাদ জোহর বেলা ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে। ইমাম হবেন  জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। বিকেল সাড়ে ৩টায় শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

 

এই বিভাগের আরো খবর