শনিবার   ১০ জানুয়ারি ২০২৬   পৌষ ২৬ ১৪৩২   ২১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩

ভারতীয় পর্যটক ভিসা সীমিত করেছে বাংলাদেশ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬  

কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাস থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া এখন ‘সীমিত’ করা হয়েছে। এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিস থেকে ভিসা কার্যক্রম বন্ধ ছিল।

 

বর্তমানে কেবল গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিস থেকে সীমিতভাবে ভিসা দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি না থাকলেও কলকাতার উপদূতাবাসের সূত্র বুধবার থেকে ভিসা দেওয়া ‘সীমিত’ করার বিষয়টি নিশ্চিত করেছে।

 

পর্যটক ভিসা সীমিত হলেও বাণিজ্যিক ও অন্যান্য ভিসা কার্যক্রম এখনও চালু রয়েছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনায় বাংলাদেশে থাকা চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুর হয়েছিল। সেসময় ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ দেখা যায়। এরপর কয়েকদিন ভারতের সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়। পরবর্তীতে কেন্দ্রগুলো চালু হলেও ভারত শুধুমাত্র মেডিকেল ভিসা ও জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু করছে না। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতে পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ।


 

এই বিভাগের আরো খবর