বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৯

বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপ নিচ্ছে-ইবি উপাচার্য

মো. সাকিব আসলাম

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস বলেন, বাংলাদেশ শুধু ডিজিটাল বাংলাদেশ নয়, স্মার্ট বাংলাদেশে রূপ নিতে চলেছে। তাই যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। তা না হলে একদিন আমরা অর্থহীন হয়ে পড়বো। এসময় তিনি আরও বলেন, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালার কোন বিকল্প নেই। আসুন আমরা প্রশিক্ষণ গ্রহণ করি এবং প্রশিক্ষণের অভিজ্ঞতা জাতীয় জীবনে কাজে লাগানোর চেষ্টা করি।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় প্রশাসন ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং ভার্চুয়াল মাধ্যমে কর্মশালায় যোগ দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। এছাড়া রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সিনিয়র সহকারী সচিব ও ফোকাল পয়েন্ট মোঃ মামুন, মোঃ জহিরুল ইসলাম এবং রবিউল ইসলাম। এ কর্মশালাটি দুদিনব্যাপী।

এই বিভাগের আরো খবর