বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩১

পঞ্চগড়ে দুটি প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ সরবরাহ করণ উদ্বোধন 

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

পঞ্চগড় সদর উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ সরবরাহ করণ, উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭-ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এই বেঞ্চ সরবরাহ করণ কাজের উদ্বোধন করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল হক দুই প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ করণ উদ্বোধন করেন। প্রথম ধাপে দুই প্রতিষ্ঠানকে ৮১ জোড়া বেঞ্চ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতির কাছে উপজেলা পরিষদের পক্ষ থেকে হস্তান্তর করা হয়। আগামী বৃহষ্পতিবার দ্বিতীয় ধাপে বাকী ৮১ জোড়া বেঞ্চ সরবরাহ করা হবে বোলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশে বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) জাইকা'র (২০২০- ২১) অর্থ বছরের বরাদ্দ ১০ লক্ষ ৯৮ হাজার চারশত নব্বই টাকা ব্যয়ে দুই প্রতিষ্ঠানে ১৬২ জোড়া উচু-নিচু বেঞ্চ সরবরাহ করা হচ্ছে। সদর উপজেলার বিসিক নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পঞ্চগড় ও মিঠাপুকুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পঞ্চগড় এই দুই প্রতিষ্ঠান বেঞ্চগুলো পাচ্ছে। এ বিষয়ে বিসিক নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অধ্যক্ষ মোঃ দেলদার রহমান দিলু বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ পেয়ে আমরা খুবই আনন্দিত। এতে করে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে আরো মনোযোগী হয়ে পড়াশোনা করতে পারবে। বর্তমান শিক্ষা বান্ধব সরকারের উন্নয়ন খুবই প্রশংসনীয়। প্রতিষ্ঠানে বেঞ্চ পেয়ে শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় সাধারণ মানুষ বর্তমান সরকারের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

এই বিভাগের আরো খবর