মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬   মাঘ ৭ ১৪৩২   ০১ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

নির্বাচন সামনে, শরিয়াহ আইন নিয়ে নতুন মেরুকরণ রাজনীতিতে

তরুণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ইসলামী রাজনীতিতে শরিয়াহ আইন ইস্যু নতুন করে আলোচনায় এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থানগত পার্থক্য এ বিতর্ককে আরও দৃশ্যমান করেছে।

 

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি দলের বৈঠকের পর জানানো হয়, রাষ্ট্রক্ষমতায় গেলে জামায়াত শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না। এ বক্তব্যের পরই রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ বিদ্যমান সংবিধান ও আইনি কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং সব ধর্মের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে।

 

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিযোগ করেছে, জামায়াত তাদের মূল আদর্শিক লক্ষ্য থেকে সরে এসেছে। দলটির নেতাদের মতে, শরিয়াহ আইন প্রতিষ্ঠার প্রশ্নে আপসের সুযোগ নেই এবং বিদ্যমান আইন পরিবর্তনের মাধ্যমেই দেশের বর্তমান সংকট উত্তরণ সম্ভব।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের রাজনীতি, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও তরুণ ভোটারদের কথা বিবেচনা করেই জামায়াত কৌশলগতভাবে অবস্থান পরিবর্তন করছে। তারা বলছেন, শরিয়াহ আইন নিয়ে এই প্রকাশ্য বিতর্ক ইসলামী রাজনীতির ভবিষ্যৎ গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

 

বিশ্লেষকরা আরও মনে করছেন, এই বিতর্ক শুধু ধর্মীয় নয়, বরং রাজনৈতিক পরিচয়, কৌশল ও ভোটব্যাংক পুনর্গঠনের লড়াইয়ে রূপ নিচ্ছে, যা আসন্ন নির্বাচনে ইসলামী দলগুলোর অবস্থান নতুনভাবে নির্ধারণ করতে পারে।

এই বিভাগের আরো খবর