শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১১ ১৪৩২   ০৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮

নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না: সুজন

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬  

 

নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। যদি কমিশন এই দায়িত্বে নিরপেক্ষ না থাকে, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

 

সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেন, “গণতন্ত্র মানে সবার সমান সুযোগ ও সহিষ্ণু আচরণ। কিন্তু আমরা দেখছি, বিভিন্ন রাজনৈতিক দল অন্য পক্ষকে এই সুযোগ দিতে চাচ্ছে না। এটি গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ লঙ্ঘন। অসহিষ্ণুতা থেকেই সহিংসতার সৃষ্টি হয়। দল ও প্রার্থীরা যদি এই আচরণ থেকে বিরত না থাকে এবং নির্বাচন কমিশন ও সরকার যথাযথ ব্যবস্থা না নেন, তাহলে পরিস্থিতি বেসামাল পর্যায়ে যেতে পারে।”

 

তিনি আরও উল্লেখ করেন, ভোটে টাকার প্রভাব এখনও বহাল আছে। সুজন আগে নির্বাচন কমিশনকে প্রার্থীদের ব্যয় পর্যবেক্ষণের সুপারিশ করেছিল, কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি। বিশেষ করে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে কমিশনের নমনীয়তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

 

নির্বাচন কমিশনকে ১০০% নিরপেক্ষ রাখার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সহায়তার আহ্বান জানিয়েছে সুজন।

এই বিভাগের আরো খবর