শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১১ ১৪৩২   ০৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১

প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬  

 

বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষকদের যোগ্য করে গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

 

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তারেক রহমান পড়ালেখাকে বাচ্চাদের জন্য ‘ফান’ হিসেবে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “পড়ালেখা সহজ করতে হবে, যাতে বাচ্চারা আগ্রহী হয়। শুধু একাডেমিক পড়াশোনা নয়, খেলাধুলা, আর্ট ও কালচারও শিক্ষার সঙ্গে যুক্ত করতে হবে। এতে ইন্টারনেট ব্রাউজ করার প্রভাবও কমানো সম্ভব হবে।”

 

শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শিশুদেরকে ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। বিএনপির পরিকল্পনায় শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

 

এ ছাড়া জনসংখ্যা বৃদ্ধি ও দ্রব্যমূল্যের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। কৃষকদের প্রণোদনা দেওয়া, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং বাজারের অপ্রয়োজনীয় মধ্যস্বত্ত্বরোধ করা বিএনপির পরিকল্পনার অংশ।

 

ঢাকার ট্রাফিক সমস্যা সমাধানের উদ্যোগও তিনি তুলে ধরেন। তারেক বলেন, “ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তুলব। সেখানে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা থাকবে। রোড ডিজাইনিং, পাবলিক ট্রান্সপোর্ট এবং চাকরির ব্যবস্থা সেসব এলাকায় হবে।”

 

মেট্রোরেল ব্যবস্থার তুলনায় মনোরেল সুবিধাজনক হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রবাসীদের দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন, যাতে তারা সঠিক চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারেন এবং প্রণোদনা পেতে পারেন।

এই বিভাগের আরো খবর