শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১১ ১৪৩২   ০৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করল আইসিসি

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬  

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এই তথ্য জানিয়েছে।

 

আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সাঞ্জোগ গুপ্তা বোর্ডের সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়েছে, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিসিবি সিদ্ধান্ত মেনে না নেওয়ায় মেগা ইভেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য দেশকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয়েছে।”

 

গত বুধবার আইসিসির সভার পর বাংলাদেশকে ভারতে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। এরপর বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে বিসিবি নিজের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত জানায়।

 

বাংলাদেশের স্থলে স্কটল্যান্ডকে ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। স্কটিশ দল তাদের বিশ্বকাপ যাত্রায় ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে একই ভেন্যুতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে আইসিসির সহযোগী দেশটি।

এই বিভাগের আরো খবর