শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭১৯

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

তরুণ কণ্ঠ ডেস্কঃ

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৯  

 

গ্যাসের পাইপ লাইনের সংস্কার কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজধানীর বাড্ডার বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাসের ব্যবস্থাপক (জনসংযোগ) মির্জা মাহবুব হোসেন আজ বুধবার (৬ নভেম্বর) এ খবর নিশ্চিত করেছেন।

তিতাস গ্যাস সূত্র জানায়, মধ্য বাড্ডা বাজার রোড, ঢাকা এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনকল্পে গ্যাস পাইপ লাইন টাই-ইন কাজের জন্য আগামীকাল ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত উত্তরবাড্ডা বাজার হতে মধ্যবাড্ডা কাঁচাবাজার পর্যন্ত মেইন রোডের পূর্বপার্শ্বের এলাকা, আদর্শনগর, উত্তর বাড্ডা, রাজউক পুনর্বাসন এলাকা, হোসেন মার্কেট, লুৎফুন টাওয়ার, নিমতলী ও তদসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার জনসাধারণকে উল্লেখিত সময়ের বাইরে গ্যাস নির্ভরতার অন্যান্য প্রয়োজনীয় কাজ করার জন্য অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এই বিভাগের আরো খবর